শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাবিতে শিক্ষার্থীকে পিটিয়ে ছাত্রলীগের চাঁদা আদায়

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করে ১০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী আখ্যা দেওয়া হয়েছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। তবে গতকাল সকালে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ইমরান হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আর অভিযুক্তরা হলেন রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সহ-সম্পাদক আরমান কায়সার আবির সফি ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আল ওয়াসী জীম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর