শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘নিউজউইকে বাংলাদেশ’ ইতিহাসের উপকরণ

অধ্যাপক আনিসুজ্জামান

জবি প্রতিনিধি

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, নিউজউইক এ বাংলাদেশ : মুক্তিযুদ্ধ, বিজয় এবং তারপর গ্রন্থটি বাংলাদেশের ইতিহাসের উপকরণ। হাসান শাহরিয়ারের এই বইতে বাংলাদেশের বিবর্তন সংবাদ আকারে আছে। বইটিতে শুধু নিজের দেওয়া সংবাদ সংকলন করেননি, এর বাইরের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বোঝা যায়, বইটি আত্মপ্রচারের জন্য নয়, বইটি দেশের জন্য। এ বইতে ১৯৭২ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত একটা গ্যাপ আছে। এরপর ১৯৮১ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সংকলন করা হয়েছে। এই  সময়কাল বাংলাদেশের প্রাকৃতিক, রাজনৈতিক নানা ঝঞ্ঝাটের মধ্যদিয়ে গেছে। বইতে সব বিষয় উঠে এসেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নিউজউইক এ বাংলাদেশ : মুক্তিযুদ্ধ, বিজয় এবং তারপর গ্রন্থের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বইটি ১৯৭১ থেকে শুরু করে ১৯৯০ সাল পর্যন্ত সব প্রতিবেদন কখনো এককভাবে কখনো যুগ্মভাবে প্রকাশ হয়েছে। এই বই শুধু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নয়, বাংলাদেশ কেন্দ্রিক বই। বাংলাদেশে যে ইতিবাচক সংবাদ হতো সেগুলো বইতে উঠে এসেছে। সাংবাদিক হাসান শাহরিয়ার বাংলাদেশের পক্ষে কলম ধরেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে কলম ধরেছেন। এতে দেশের জন্য সম্মান নিয়ে এসেছেন। জিয়াউর রহমান ও এরশাদের সময় নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ করেছেন। তিনি সততা থেকে সাংবাদিকতা করেছেন। আলোচনা অনুষ্ঠানে লেখক হাসান শাহরিয়ার অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাশ গুপ্ত, লেখক তৌফিক চৌধুরী, প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, কবি আসাদ চৌধুরী ও সমাজবিজ্ঞানী মীজানুর রহমান শেলী প্রমুখ।

সর্বশেষ খবর