শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মাছ মুরগি তেলের দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

মাছ মুরগি তেলের দাম চড়া

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে মাছ, মুরগি ও তেলের দাম কিছুটা বেড়েছে। প্রতি  কেজি সয়াবিন তেলের দাম ৫ টাকা ও মুরগির মাংসের দাম ১০ টাকা বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তবে বিভিন্ন সবজির দর স্থিতিশীল। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

ঢাকার ঠাটারিবাজার, হাতিরপুল, নিউমার্কেট, গেন্ডারিয়া, মহাখালী, গুলশানসহ কয়েকটি বাজারে দেখা গেছে, আগাম পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন সবজি। আগাম সবজির দাম বেশি হলেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম। অপরিবর্তিত রয়েছে ডাল, ডিম, চিনি, আটা, গুঁড়া দুধসহ সব ধরনের মুদি পণ্যের দাম।  ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন মুরগির দাম স্থিতিশীল ছিল। কিন্তু বিয়ে ও পিকনিককে কেন্দ্র করে হঠাৎ মুরগির চাহিদা  বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। চলতি মাসের শুরু  থেকেই মুরগির দাম বাড়তি। বেশি বেড়েছে পাকিস্তানি মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ টাকা কেজি। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪০ টাকায়। লেয়ার মুরগি (ছোট) বিক্রি হচ্ছে ১৯৫ টাকা থেকে ২০৫ টাকা পিস আর মাঝারি সাইজের পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।   বড় সাইজের মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর