শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হারকিউলিস রহস্য উদ্‌ঘাটন করা হবে

---------------- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

হারকিউলিস নামে যে বা যারা ধর্ষণকারীদের হত্যা করছে, তদন্ত করে তার রহস্য উদ্ঘাটন করা হবে। এভাবে হত্যা করা অন্যায়। ধর্ষণকারীদের আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। কোনো হত্যাকা-ই সরকার কিংবা রাষ্ট্রের কাম্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সকালে রাজধানীর লালমাটিয়ায় এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ধর্ষণ জঘন্য অপরাধ। ধর্ষকরা সমাজের শত্রু। তবে তাদের এই কায়দায় হত্যার নিন্দা জানাচ্ছি। হারকিউলিস নামে যারা হত্যা করছে, তারা ভালো কাজ করছে না। এটা আইনসম্মত নয়। হারকিউলিসের ব্যাপারে কোনো সূত্র পাওয়া গেছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যে কয়েকটি ঘটনা ঘটেছে তা আমরা দেখছি। নিশ্চয়ই কিছু না কিছু পাব।’ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হবে হবে, সে রহস্যেরও উন্মোচন হবে ইনশা আল্লাহ।’ ‘সুন্দর বাংলাদেশ’ গড়তে মাদকের বিরুদ্ধে যুদ্ধে সবার সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, সংবাদকর্মীসহ সমাজের সব শ্রেণির মানুষকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’ অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সুলতানা কামাল এ ঘটনাকে ‘অশুভ লক্ষণ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘রাষ্ট্র এ ধরনের কর্মকা- বন্ধ করতে না পারলে জনগণের মধ্যে বিচারব্যবস্থার প্রতি অনাস্থা সৃষ্টি হতে পারে।’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আইন হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারও নেই। এই হারকিউলিস কোথা থেকে এলো তা খুঁজে বের করা পুলিশ বা রাষ্ট্রেরই দায়িত্ব।’ প্রসঙ্গত, গত এক মাসের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ মামলার অন্তত তিন আসামির লাশ উদ্ধার করা হয়েছে, যাদের গলায় বাঁধা চিরকুটে লেখা ছিল- ‘ধর্ষণের অপরাধেই’ তাদের এ পরিণতি।

সর্বশেষ খবর