শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিশ্বসাহিত্য কেন্দ্রের চল্লিশ বছর পূর্তিতে আনন্দায়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

বিশ্বসাহিত্য কেন্দ্রের চল্লিশ বছর পূর্তিতে আনন্দায়োজন

বিশ্ব সাহিত্যকেন্দ্র ৪০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় -বাংলাদেশ প্রতিদিন

গত বছরের ১৭ ডিসেম্বর পথচলার চার দশক পূর্ণ করে বিশ্বসাহিত্য কেন্দ্র। আর চার দশক পূর্তিতে গতকাল দিনব্যাপী আনন্দযজ্ঞের আয়োজন করে প্রতিষ্ঠানটি। নাচ, গান, কবিতার সঙ্গে নতুন ও পুরনো সদস্যদের মিলনমেলায় ভিন্ন রকম এক পরিবেশের সৃষ্টি হয় বিশ^সাহিত্য কেন্দ্র ভবনে।

সকাল ১০টায় ভবনের দ্বিতীয় তলার মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আবৃত্তি, নাচ ও গানের সুরে অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন প্রতিষ্ঠানটির সদস্যরা।

দ্বিতীয় তলায় সাংস্কৃতিক আয়োজনের  পাশাপাশি পঞ্চম তলায় ছিল আলোকচিত্র প্রদর্শনী। এ প্রদর্শনীর আলোকচিত্রে তুলে ধরা হয় প্রতিষ্ঠানটির পথচলার ৪০ বছরের বিভিন্ন কার্যক্রম। দিনব্যাপী এ আয়োজনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনরা।এর আগে সকাল ৯টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন দেশবরেণ্য ব্যক্তি, কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির সঙ্গে জড়িত শিক্ষার্থী ও শুভাকাক্সক্ষীরা। জাদুঘরের সামনে থেকে বের হয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে এসে শেষ হয় শোভাযাত্রাটি। প্রসঙ্গত, আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ১৯৭৮ সালের ১৭ ডিসেম্বর আবদুলাহ আবু সায়ীদের হাত ধরে যাত্রা শুরু করে বিশ্বসাহিত্য কেন্দ্র। ১৫ জনের পাঠচক্র দিয়ে শুরু হয়ে বর্তমানে প্রতিষ্ঠানটির সদস্য ২৮ লাখ।

সর্বশেষ খবর