শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভুয়া জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অভিযান চালিয়ে ভুয়া জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী দুজনসহ তাদের সহযোগী আরও তিনজনকে আটক করেছে র‌্যাব। গতকাল সকালে গাজীপুর পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল-মামুন জানান, চক্রটি বিভিন্ন সময় নিজেদের জেলা প্রশাসক, জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে জেলার বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন  কর্মকর্তাসহ বিভিন্ন কল-কারখানা মালিকদের মোবাইল  কোর্টের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে, মিথ্যা লাশ সৎকারের কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এতে বিচার বিভাগসহ সরকারি প্রশাসনের ভাবমূর্তি চরম ক্ষুণœœ হওয়ায় জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট র‌্যাব ও পুলিশের সহযোগিতা চান। র‌্যাব কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল হাজী কলোনির নুরুল ইসলামের ছয় তলা বাসার তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভুয়া জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চক্রটি অবস্থান করছিল। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুদ রানা (৩৫), মোছা. গুলশান আরা লিজা (২৮), মো. রাজু আহম্মেদ (৪০), আকলিমা আক্তার (২৫), তাছলিমা খাতুন। অভিযানে আটককৃতদের কাছ থেকে ১৪টি মোবাইল সেট এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর