শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক

উন্নত ও ধনী দেশ গড়তে হলে কর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জনসেবা পার্টির (বাজপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নজরুল ইসলাম ভূঁইয়া। পাশাপাশি বেসরকারি শিক্ষকদের জাতীয়করণসহ কেজি স্কুলের শিক্ষকদের মাসিক ভাতা প্রদানের আহ্বান জানান। সিদ্ধিরগঞ্জে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। কলেজের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মসংস্থান আন্দোলন সভাপতি প্রিন্সিপাল এম জি ইয়াসিন সরকার, মনির হোসেন, শিক্ষিকা জেসমিন আক্তার সুরমা, প্রভাষক আবুল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর