রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সপ্তাহে লেনদেন কমল হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহে লেনদেন কমল হাজার কোটি টাকা

জানুয়ারিতে ঊর্ধ্বমুখী থাকলেও চলতি মাসের শুরুতে দরপতনের মুখে পড়েছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচ দিনের লেনদেনে টাকার পরিমাণ কমেছে হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে কমে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ৪ হাজার ১১৯ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৬৫৬ টাকার লেনদেন হয়েছে; যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৫১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭৬৪ টাকা কম। শতাংশ হিসেবে ২০.৩৩ ভাগ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ১৭১ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৪২০ টাকার। ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮২৩ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৭৩১ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৩৪ কোটি ২৬ লাখ ৬৭ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২১০ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৫৫৩ টাকা কম হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বা ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২৩ ও ২০২৬ পয়েন্টে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১২৪টির দর বেড়েছে, দর কমেছে ২০৮টির এবং শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ১৭টির। বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮১ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স ৫৯ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ এবং সিএসই-৫০ সূচক ৭ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৭৫৮ পয়েন্ট ও ১ হাজার ২৯৫ পয়েন্ট। তবে সপ্তাহজুড়ে সিএসই-৩০ সূচক ৬১ পয়েন্ট বা ০.৩৯ ও সিএসআই ৫ পয়েন্ট বা ০.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথক্রমে ১৫ হাজার ৪৬৬ ও ১ হাজার ১৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ১৫৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৯৫৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৯৫ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার ৭৬৯ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪২ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ৮১০ টাকা বা ২১.৫৩ শতাশ কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ২০২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর