রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বেরিয়ে এলো গাছ কেটে অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনা

দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

দুদকের অভিযানে দিনাজপুরে বেআইনিভাবে ৫০ লাখ টাকার ৩ হাজার গাছ কর্তন করে  আত্মসাতের ঘটনা উদ্ঘাটিত হয়েছে। দুদক জানায়, গতকাল দুদকের হটলাইন সেবা-১০৬ নম্বরে ৫০ লাখ টাকার ৩ হাজার বনজ সম্পদ কর্তন করার অভিযোগ পায়। বিষয়টি দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের দিনাজপুর জেলার সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি টিম বোচাগঞ্জ উপজেলায় অভিযান চালায়। সেখানে গিয়ে তারা দেখতে পান, সড়কের দুই পাশের ৩ হাজার গাছ কাটা হয়েছে। স্থানীয় আটগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনা টেন্ডারে এ গাছ কাটার জন্য একজন ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দিয়েছেন। এ ছাড়া কোনো ধরনের সরকারি নিয়ম না মেনে এ কাজ করা হয়েছে বলে দুদকের অভিযানে বেরিয়ে আসে। এ ছাড়া কাটা গাছের বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি।  এভাবেই অর্থ ভাগাভাগির ও আত্মসাতের বিষয়টি উদ্ঘাটিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর