বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডিএমপির নাগরিক সংবর্ধনা আজ

নিজস্ব প্রতিবেদক

ডিএমপির নাগরিক সংবর্ধনা আজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ১২টি থানা নিয়ে ডিএমপির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে ডিএমপিতে ৫০টি থানাসহ এতে ৩৬ হাজার পুলিশ কর্মরত রয়েছে। প্রতিবছর ১ ফেব্রুয়ারি ডিএমপি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর আজ বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন, র‌্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর