বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনা ও যশোরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার গতকাল খুলনা ও যশোরে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক ও গণতান্ত্রিক ক্ষেত্রে একটি দেশের সাফল্যের জন্য শ্রমমানের উন্নয়ন করা ও কর্মী অধিকার সমুন্নত রাখা জরুরি। তিনি খুলনা ও যশোরে ইউএসএআইডির কৃষি, শ্রম ও খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচি পরিদর্শনকালে এ কথা বলেন। উন্নয়ন কর্মসূচিগুলোর প্রভাব সম্পর্কে সরাসরি মানুষের কাছ থেকে জানাই ছিল এ সফরের উদ্দেশ্য। দুপুরে মার্কিন প্রতিনিধি দল খুলনায় একটি চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পরিদর্শন করে। এ শিল্পটি সম্পর্কে ধারণা পেতে ও সেখানকার শ্রম পরিস্থিতি জানতে সেখানে যান তারা। এর আগে রাষ্ট্রদূত খুলনা আমেরিকান কর্নারে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত মিলারের সঙ্গে ছিলেন ইউএসএআইডির ডেপুটি মিশন পরিচালক জেইনা সালাহি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর