বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পূর্ণ হলো ৫০ স্থায়ী কমিটি

নিজস্ব প্রতিবেদক

পূর্ণ হলো ৫০ স্থায়ী কমিটি

একাদশ জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি কমিটিসহ আরও সাতটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের মধ্য দিয়ে পূর্ণ হলো একাদশ জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি গঠন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদ অধিবেশনে এসব কমিটি গঠন সম্পন্ন হয়। ৭টি কমিটির মধ্যে স্পিকার নিজে প্রস্তাব করেন লাইব্রেরি কমিটি ও পিটিশন কমিটির। অপর কমিটিগুলো গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

পদাধিকার বলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে গঠিত হয় কার্যপ্রণালি বিধি কমিটি। এই কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বি মিয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আবদুল মতিন খসরু, আনিসুল হক ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা এইচ এম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে রাব্বি মিয়া ও আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে গঠিত হয় পিটিশন কমিটি। কমিটির সদস্যরা হলেন বেগম মতিয়া চৌধুরী, মো. ফজলে রাব্বি মিয়া, অধ্যাপক আলী আশরাফ, খন্দকার মোশাররফ হোসেন, ড. মহীউদ্দীন খান আলমগীর, আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, মঈন উদ্দীন খান বাদল ও মসিউর রহমান রাঙ্গা। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়াকে সভাপতি করে গঠিত হয়েছে লাইব্রেরি কমিটি। সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজকে সভাপতি করে গঠিত হয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মো. দবিরুল ইসলামকে সভাপতি করে গঠিত পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সাবেক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকিকে সভাপতি করে গঠিত হয়েছে মহিলা ও শিশু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর