শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বাণিজ্যমন্ত্রী-রাষ্ট্রদূত বৈঠক

বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, জাপান বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে জাপান বাংলাদেশকে অনেক সহযোগিতা দিয়েছে। জাপানি সাহায্য সংস্থা এখনো বাংলাদেশে কাজ করছে। অনেক জাপানি বাংলাদেশে কর্মরত আছে। জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বাণিজ্যমন্ত্রী গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াশু ইজুমির সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলা হচ্ছে। নারায়ণঞ্জের আড়াইহাজারে এবং চট্টগ্রামের মিরেরসরাই উপজেলায় দুটি স্পেশাল ইকনোমিক জোনে জাপান বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করলে এবং বাংলাদেশের ব্যাবসায়ীরা জাপান সফর করলে উভয় দেশের ব্যবসায়ীরা বেশি আত্মবিশ^াসী হবেন। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর