সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছয় উপজেলায় নৌকা নিয়ে অনৈক্য

শাহ দিদার আলম নবেল, সিলেট

ছয় উপজেলায় নৌকা নিয়ে অনৈক্য

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে অনৈক্য দেখা দিয়েছে আওয়ামী লীগে। সিলেটের ছয় উপজেলায় নৌকার কান্ডারিদের চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন বিদ্রোহীরা। এতে গেলবারের মতো এবারও উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটে নৌকা প্রতীকের ভরাডুবির আশঙ্কা করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। গত উপজেলা নির্বাচনেও অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর কারণে ১২টি উপজেলার মধ্যে ৮টিতেই ভরাডুবি ঘটেছিল আওয়ামী লীগের। সিলেটের যেসব উপজেলায় বিদ্রোহী প্রার্থীরা তৎপর সেগুলো হলো- সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ। সিলেট সদর উপজেলায় এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন টানা দুবারের চেয়ারম্যান আশফাক আহমদ। এবার তার সঙ্গে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। গত নির্বাচনে আশফাক আহমদকে ছাড় দিলেও এবার মাঠ ছাড়ছেন না এ নেতা। পাথররাজ্য হিসেবে পরিচিত কোম্পানীগঞ্জ উপজেলায় দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। কিন্তু তাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ। গোয়ানইঘাটে মনোনয়ন পেয়েছেন আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল। কিন্তু হেলালকে ছাড় দিচ্ছেন না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। জেলার জৈন্তাপুর ও বিয়ানীবাজারে দলীয় মনোনয়ন পেয়েছেন যথাক্রমে লিয়াকত আলী ও আতাউর রহমান। জৈন্তাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল আহমদ ও বিয়ানীবাজারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব প্রার্থী হতে এলাকার সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন। এ উপজেলায় ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন তাদের কেউই দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। মনোনয়ন নিয়ে কারও মাঝে ক্ষোভ থাকলে বসে সেটা সমাধানের চেষ্টা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর