শিরোনাম
সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রবেশমুখেই বর্জ্য বালুর স্তূপ ভিতরে তৎপর দালাল

নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রবেশমুখের বাম দিকেই ময়লার স্তূপ। দুর্গন্ধে রোগীদের ত্রাহিদশা। কিছুটা সামনেই উন্মুক্ত অবস্থায় রয়েছে বালুর স্তূপ। ভিতরে রোগীর ভিড়, দালালের উপদ্রব আর জরুরি বিভাগের পাশেই অপরিচ্ছন্ন পরিবেশ। ডায়েরিয়া ওয়ার্ডের সামনের পরিবেশও অপরিষ্কার। পানি জমে মশার উৎপাদনস্থলে পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্স সংকটে রোগীরা রয়েছেন ভোগান্তিতে। শহরের একপ্রান্তে অবস্থিত নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালটি এ ধরনের নানা সমস্যায় জর্জরিত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিছুটা ত্রুটি-বিচ্যুতি থাকলেও অন্যান্য হাসপাতালের তুলনায় এখানকার চিকিৎসার মান অত্যন্ত ভালো। যে কারণে সবসময়ই রোগীদের প্রচ  চাপ থাকে। ভুক্তভোগী রোগীরা জানান, শহরের একপ্রান্তে নিতাইগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালটির প্রবেশ মুখের বাম পাশে দীর্ঘদিন ধরেই একটি সেমিপাকা ঘর নির্মাণের কাজ চলছে। নির্মাণের কাজ করছে গণপূর্ত বিভাগ। কিন্তু নির্মাণ কাজ চলছে অনেক ঢিমেতালে। ৬ মাসের বেশি সময় ধরেই এভাবে উন্মুক্তভাবে বালু স্তূপ করে রাখা হয়েছে। নির্মাণাধীন সেমি পাকা ঘরের সামনেই হাসপাতালটির ভবনের লাগোয়া স্থানে বর্জ্যরে স্তূপ। এর কিছুটা সামনেই উন্মুক্তভাবেই আস্তর (সিলিকন) বালু স্তূপ করে রাখা হয়েছে। বর্জ্যরে দুর্গন্ধে যেমন রোগীদের ত্রাহিদশা তেমনি উন্মুক্তভাবে থাকা বালু দমকা বাতাসে উড়ে চোখে-মুখে লাগছে রোগীদের।

বৃহস্পতিবার সরেজমিনে হাসপাতালে ঢুকেই দেখা যায়, নিচতলায় ও দ্বিতীয় তলায় কয়েকজন চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের লম্বা লাইন। এর মধ্যে দ্বিতীয় তলায় এক চিকিৎসকের কক্ষের সামনে লাইনে দাঁড়ানো এক রোগী জোরে চিৎকার করে বলছেন, ‘ওই মিয়া দালালি করার আর জায়গা পাও না, আমরা আধা ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে আছি আর তুমি এর মধ্যে অন্য লোক ঢুকিয়ে দাও’। তার চিৎকার চেঁচামেচিতে পরে এক চিকিৎসকের সহকারী ওই দালালকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলেন।

রোগীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, পাশের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের নিয়োজিত দালালদের উৎপাত সবসময়ই থাকে। চিকিৎসকদের বিরুদ্ধে কমিশনের মাধ্যমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকে রোগীদের পাঠানোর অভিযোগ করলেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী। জরুরি বিভাগের পাশে দেখা যায় অপরিচ্ছন্ন পরিবেশ। এ ছাড়া ডায়েরিয়া ওয়ার্ড সংলগ্ন হাসপাতালের অভ্যন্তরেও মধ্যবর্তী ফাঁকা স্থানটি স্যাঁতসেঁতে ও অপরিষ্কার অবস্থা। পানি জমে মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। হাসপাতালটিতে দুটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরেই বিকল অবস্থায় পড়ে রয়েছে।

একটি অ্যাম্বুলেন্স সচল থাকলেও মাঝেমধ্যেই সেটি বিকল হয়ে পড়ে। আর এ সুযোগে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা নিজেরাই কারসাজির মাধ্যমে চালু করেছেন প্রাইভেট অ্যাম্বুলেন্স সার্ভিস। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ও ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. এহসানুল হক জানান, বর্তমানে হাসপাতালটিতে সংস্কার কাজ চলছে। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক তিনটি ঘর নির্মাণের কাজ করছে গণপূর্ত বিভাগ। যার মধ্যে একটিতে পচনশীল বর্জ্য থাকবে এবং অপরটিতে ক্লিনিক্যালি বর্জ্য ধ্বংস করা হবে। যে কারণে বর্জ্য ও বালুর স্তূপ জমে রয়েছে। এ ছাড়া বর্জ্য নেওয়ার দায়িত্ব সিটি করপোরেশনের। জায়গার সংকটে তারাও সবসময় সার্ভিস দিতে পারে না। একদিন বর্জ্য না নিলেই স্তূপ হয়ে যায়। এ ছাড়া আশপাশের অনেক ভবন থেকেও হাসপাতালের ভিতরে বর্জ্য ফেলে যেটা একটা বড় সমস্যা। আমরা সম্প্রতি এ বিষয়ে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। দালাল চক্রের বিষয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে কঠোর অবস্থানেই রয়েছি। দালালরা আগের মতো আর হাসপাতালে ঢুকতে পারে না। আমাদের একজন কর্মচারীর হাতে লাঠি রাখতে বলেছি যাতে দালাল দেখলেই তাড়া করেন। অ্যাম্বুলেন্স সংকট প্রসঙ্গে তিনি বলেন, একটি আমাদের ও অপরটি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছিল। কিন্তু ওই দুটি দীর্ঘদিন ধরেই নষ্ট। বর্তমানে একটি সচল আছে। আরও একটি নতুন মানসম্পন্ন অ্যাম্বুলেন্স দিতে সংশ্লিষ্ট দফতরে আবেদন জানিয়েছি। এ ছাড়া বেসরকারিভাবে অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য সেলিম ওসমানের (এমপি) কাছেও দাবি জানিয়েছি। আশা করছি শিগগিরই হাসপাতালে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। তিনি আরও বলেন, ত্রুটি-বিচ্যুতি কিছু থাকলেও বর্তমানে হাসপাতালে চিকিৎসা সেবার মান খুবই ভালো। যে কারণে রোগীদের চাপও অনেক বেশি। অন্যান্য হাসপাতালেত যেখানে দুপুরে রোগীদের উপস্থিতি তেমন দেখা যায় না। অথচ ১০০ শয্যায় দুপুরেও অনেক রোগী থাকে। তিনি হাসপাতালের চিকিৎসার মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছেন বলেও জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর