সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উপজেলায় বড় দলের অংশ না নেওয়া হতাশাব্যঞ্জক : সিইসি

নিজস্ব প্রতিবেদক

উপজেলা নির্বাচনে বিএনপিসহ বড় রাজনৈতিক দল অংশ না নেওয়ায় হতাশা থাকলেও প্রতিযোগিতামূলক ভোট হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র অভিযোগ তুলে ঢাকা সিটি ও উপজেলা  ভোটে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। কোনো দলের নামোল্লেখ না করে সিইসি বলেন, অনেক বড় বড় রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না। এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশাব্যঞ্জক খবর। আমরা সবসময় চাই যে, নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হবে এবং সব দল এতে অংশগ্রহণ করবে। তিনি বলেন, সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও আমি বিশ্বাস করি এ নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। কারণ এই স্থানীয় নির্বাচনে দলের মধ্যে অথবা বাইরে অনেক যোগ্য লোক থাকেন, যারা নির্বাচনে প্রতিযোগিতা করেন। সুতরাং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আইন-কানুনের ভিত্তিতে নিরপেক্ষভাবে নির্বাচন করবেন। আপনাদের কোনো দল নেই, মত নেই। সাংবিধানিক, আইন-কানুনের যতটুকু দায়িত্ব আছে তার বাইরে আর কোনো চাওয়া নেই। আচরণবিধি প্রতিপালনে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর