সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ক্রিসেন্ট গ্রুপের কাদের ১০ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

মানিলন্ডারিংয়ের পৃথক চার মামলায় ক্রিসেন্ট গ্রুপের কাদেরকে ১০ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান পৃথক চার মামলায় আসামিকে আদালতে হাজির করে ৪০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি এম এ কাদের অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে এবং ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে যে প্রতারণা ও মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন সে তথ্য উদ্ধারের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এর আগে গত ৩০ জানুয়ারি প্রায় এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে বহুল আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ক্রিসেন্ট লেদারের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেফতার করা হয়। শুল্ক গোয়েন্দারা জানান, ক্রিসেন্টের তিন প্রতিষ্ঠান দেশ থেকে মোট ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা পাচার করেছে।

এর সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। কাদেরের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পৃথক মামলা করে। অভিযোগ, প্রতিষ্ঠানগুলো রফতানির আড়ালে অবৈধ পন্থায় দেশ থেকে টাকা পাচার করেছে। এনবিআরের দাবি, তদন্তে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ মিলেছে। শুল্ক গোয়েন্দা অধিদফতর বলছে, এম এ কাদেরের প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড ৪২২ কোটি ৪৬ লাখ, রিমেক্স ফুটওয়্যার লিমিটেড ৪৮১ কোটি ২৬ লাখ ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেড ১৫ কোটি ৮৪ লাখ টাকা পাচার করেছে। মোট টাকার পরিমাণ ৯১৯ কোটি ৫৬ লাখ। অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর