সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লেনদেন কমলেও সূচকে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের সব সূচকে উত্থান হয়েছে। তবে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইর ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩১৪ ও ২০০৪ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসইতে ৭২৫ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৮টির বা ৪০ শতাংশের, কমেছে ১৭৩টির বা ৫০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির বা ১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির। কোম্পানিটির ৫৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ১৯ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ফরচুন সুজ এবং ২২ কোটি ৯৬ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। টপটেন লেনদেনে উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রিমিয়ার ব্যাংক, মুন্নু সিরামিক, ভিএফএস থ্রেড ডাইং, বেক্সিমকো, নূরানী ডাইং, এসকে ট্রিমস এবং অ্যাডভেন্ট ফার্মা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৬ পয়েন্টে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর