মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চার লেন হচ্ছে এলেঙ্গা-রংপুর সড়ক

গ্যাস অনুসন্ধানে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

ইকোনমিক অ্যাফেয়ার্স ও পার্চেজ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গতকাল কয়েকটি প্রস্তাবের অনুমোদন ও সাতটি দর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে এবং বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস হাইড্রেটের উপস্থিতির জরিপ করবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ন্যাশনাল ওশেনেগ্রাফি সেন্টার। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ইকোনমিক অ্যাফেয়ার্স সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস হাইড্রেটের উপস্থিতির জরিপ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মাল্টিমিডিয়া শিক্ষণ সংক্রান্ত একটি প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে পার্চেজ কমিটির সভায় সাতটি দর প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চারলেন উন্নীত করা হচ্ছে। প্রকল্পে ব্যয় হবে ৭৬৯  কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রাশিয়া থেকে ৫০ হাজার টন গম আমদানিসহ মোট এক হাজার ৪৪০ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ের ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। নাসিমা বেগম বলেন, বৈঠকে ৮টি ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে একটি ছাড়া বাকি ৭টি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার-২ প্রকল্প থেকে ১৮ হাজার ১৩০টি সরকারি অফিসের লিজড লাইন নেটওয়ার্ক সার্ভিস, ইন্টারনেট ও ব্যাকবোন নেটওয়ার্ক সার্ভিস ক্রয় প্রস্তাবও রয়েছে। এতে মোট ব্যয় হবে ৯৩ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। তিনটি এনটিটিএন প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর