শিরোনাম
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা সভানেত্রী ফেরার পর : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ভোটে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের আগে আমাদের কার্যানির্বাহী বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে কথা বলেছি। তিনি বলেন, যারা শেষ পর্যন্ত নির্বাচনে ছিল তাদের বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নিতে শুরু করব। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পর বর্তমানে আবুধাবিতে রয়েছেন শেখ হাসিনা। ২০ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সেতুমন্ত্রী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের প্রার্থিতা আমরা রাখব না। বিকল্প প্রার্থী দেব। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দলের সিদ্ধান্ত ব্রেক করা মানেই হলো দলের শৃঙ্খলা ভঙ্গ করা। এর একটা শাস্তি তো রয়েছে। পরবর্তী মিটিংয়ে শাস্তিটা কী হবে এটা নির্ধারণ হবে।

যুদ্ধাপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নতুন নামে মাঠে আসার পরিকল্পনা করছেÑ বিষয়টিকে কীভাবে দেখছেন এমন প্রশ্নে কাদের বলেন, নতুন বোতলে পুরাতন পানীয় এমন যদি হয়, নাম পরিবর্তন করবে কিন্তু আদর্শ একই এবং অটুট থাকবে তাহলে সেটা পরিবর্তন কী? নাম পরিবর্তন করলে কিন্তু নীতি আদর্শ পরিবর্তন করলেন না, তাহলে পরিবর্তন কী হলো? এটাকে পরিবর্তন বলা চলে না। এখন জামায়াতকে নিষিদ্ধ করার উপযুক্ত সময় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময়কে উপযুক্ত সময় মনে করি। এখানে আদালতের একটা সিদ্ধান্তের বিষয় রয়েছে সেটাকে তো আমরা উপেক্ষা করতে পারি না। সভায় উপজেলা নির্বাচনে মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আগামী ২২-২৩ তারিখ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। এই বৈঠক শেষে তৃতীয় ও চতুর্থ ধাপের মনোনয়ন দেওয়া হবে। উপজেলা নির্বাচনে দলের মনোনয়নকে কেন্দ্র করে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান সিরাজ, আবদুস সোবহান গোলাপ, আমিনুল ইসলাম আমিন, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, রোকেয়া সুলতানা, আনোয়ার হোসেন, এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর