মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না

উপজেলায় তৃতীয় ধাপে ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও দুই সিটির ৩৬ ওয়ার্ডে নির্বাচনে পরীক্ষামূলকভাবে দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা থাকলেও সে পরিকল্পনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপ থেকে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ও দ্বিতীয় ধাপে ভোট ব্যালট পেপারেই নেওয়া হবে। তবে সদর উপজেলাগুলোতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম  ধাপে ইভিএম ব্যবহার করা হবে। গতকাল নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর