মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সাংবাদিকসহ আহত ৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লতিফুল ইসলাম, দৈনিক সংবাদের রাকিব ইসলাম, খবরপত্রের সোহাগ রাসিফসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে সাত-আটটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা একত্র হয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে পদপ্রত্যাশী বিদ্রোহী নেতা-কর্মীরা ক্যাম্পাসে মহড়া দিয়ে প্রবেশ করতে চাইলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। বেলা ৩টার দিকে প্রধান ফটকের সামনে পদপ্রত্যাশী বিদ্রোহী নেতা-কর্মীদের সঙ্গে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংবাদ সংগ্রহকালে ছাত্রলীগ কর্মী সিএসই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম, মনোবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের আবিদ আল হাসান, সমাজকর্ম বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী কিবরিয়াসহ ৮-১০ জন সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লতিফুল ইসলামের ওপর হামলা চালায়। অন্যদিকে দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিবের ওপর ইতিহাস বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী আলী হাসান হামলা করেন। এ ছাড়া খবরপত্রের সোহাগ রাসিফ ও বিডি২৪ রিপোর্টের প্রতিনিধি সানাউল্লাহ ফাহাদের ওপর হামলা করা হয়। ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন বলেন, ‘সাংবাদিকদের ওপর আঘাত অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর