abcdefg
city || Bangladesh Pratidin

শিরোনাম
নানা সংকটে প্রাথমিক শিক্ষা নানা সংকটে প্রাথমিক শিক্ষা

দুপুর ১২টা। আমবাগানের ভিতরে চলছে শিশু-শিক্ষার্থীদের পাঠদান। অনেকটা শখের বসে হলেও বছরের অন্য সময়গুলোতে আমবাগানেই ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। কারণ বর্ষায় হাঁটু পানি আর গরমে শ্রেণিকক্ষে থাকা দায়। এমনই হাল রাজশাহীর দুর্গাপুর উপজেলার ভাংগীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। চারজন শিক্ষক পাঠদান করান ১২০ শিক্ষার্থীকে। দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদটিই শূন্য এই স্কুলে। টিনের চালা আর চাটাইয়ের বেড়ার এ স্কুলে বর্ষা মৌসুমে পানি নিঃষ্কাশন ব্যবস্থা না থাকায় শ্রেণিকক্ষের ভিতওে হাঁটু পানি জমে থাকে। ৪ থেকে ৫ মাস পর্যন্ত সময় লাগে পানি শুকাতে। কয়েক মাস স্কুলের শিক্ষার্থীদের পাঠদান চলে পাশের বাঁশঝাড় অথবা আমবাগানে। স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। বছরের ২ থেকে ৩ মাস শ্রেণিকক্ষের ভিতরে আর বাঁকি সময় স্কুলের পাশেই বাঁশঝাড় অথবা আমবাগানে পাঠদান…

সর্বশেষ খবর