বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভোটে অনিয়মের অভিজ্ঞতা তুলে ধরবেন প্রার্থীরা

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কোথাও মিলনায়তনের অনুমতি না পেয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিলনায়তনে আগামী ২২ ফেব্রুয়ারি শুক্রবার গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বিকালে স্টিয়ারিং কমিটির বৈঠকের পর ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আমাদের গণশুনানি ছিল ২৪ তারিখ। এটি দুদিন এগিয়ে আগামী ২২ তারিখ শুক্রবার হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ গণশুনানি সকাল ১০টায় শুরু হবে এবং বিকাল ৫টা পর্যন্ত চলবে। এটাই আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’ দুই দিন  কেন এগিয়ে আনা হলো প্রশ্ন করা হলে ড. কামাল  হোসেন বলেন, ‘কোথাও জায়গা পাওয়া যাচ্ছিল না। যেহেতু আমরা আইনজীবী সমিতির মিলনায়তনটি পেয়েছি ২২ তারিখ। সে জন্য গণশুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে।’ এ গণশুনানি থেকে কী অর্জন করবে ফ্রন্ট জানতে চাইলে ড. কামাল বলেন, ‘সংবিধানে লেখা আছে, জনগণ ক্ষমতার মালিক। সেদিন জনগণ জানতে পারবে একাদশ নির্বাচনে কী ঘটেছিল, তার বাস্তব অভিজ্ঞতা প্রার্থীরা তুলে ধরবেন।’ এ গণশুনানিতে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল বিএনপি, জেএসডি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য ছাড়াও বাম ও গণতান্ত্রিক যেসব দল নির্বাচনে অংশ নিয়েছে তাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান জেএসডি নেতা আ স ম আবদুর রব। ড. কামাল  হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিএনপির ড. আবদুল মঈন খান, আবদুস সালাম, গণফোরামের মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর