বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কিশোরগঞ্জ ইকোনমিক জোন পেল চূড়ান্ত লাইসেন্স

কর্মসংস্থান হবে ২০ হাজার মানুষের

নিজস্ব প্রতিবেদক

চূড়ান্ত লাইসেন্স পেল কিশোরগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লাইসেন্স দেওয়া হয়। কিশোরগঞ্জ ইকোনমিক জোন নিটল-নিলয় গ্রুপের একটি উদ্যোগ। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে ৯১ দশমিক ৬৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত।

চূড়ান্ত লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মো. ফারুক হোসেন, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, নিটল-নিলয় গ্রুপের ভাইস-চেয়ারপারসন সেলিমা আহমাদ এমপি, কিশোরগঞ্জ ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমাদ এবং টাটা মোটরস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জিতেন্দ্র  বাহাদুর। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। এ ইকোনমিক জোনে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস লিমিটেড বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে টাটা ব্র্যান্ডের মোটরযান তৈরির উদ্যোগ নিয়েছে। ভারতের আরও একটি স্টিল প্রস্তুতকারী কোম্পানি এখানে বিনিয়োগের লক্ষ্যে প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে। জোনটি সম্পূর্ণরূপে বাণিজ্যিক উৎপাদন শুরু করলে ৫ বছরের মধ্যে প্রায় ৫ হাজার লোকের প্রত্যক্ষ এবং ২০ হাজার লোকের পরোক্ষ কর্মসংস্থান হবে বলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর