শিরোনাম
বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ নামের দুটি সংগঠন। মানববন্ধন থেকে সংগঠনটির নেতা-কর্মীরা দাবি পূরণে সরকারকে এক মাসের আল্টিমেটাম দেন। গতকাল জাতীয়  প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ড. আবদুল ওয়াদুদ, মেজর জিয়া স্মৃতি পরিষদের সভাপতি জাকির হোসেন, ফাউন্ডেশনের সভাপতি জিকে বাবুল, গোলাম মোস্তফা, মিনহাজ উদ্দিন প্রমুখ। জি কে বাবুল বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। আমাদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা কোটা আগামী এক মাসের মধ্যে বহাল করতে হবে।

 জাকির হোসেন বলেন, চলমান উপজেলা ও সংসদে ১০ শতাংশ কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ রাখতে হবে। নৌকা প্রতীকে উপজেলা ও জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী ও তাদের পরিবারের কাউকে বরাদ্দ দেওয়া যাবে না। অবিলম্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের তালিকা প্রণয়ন করতে হবে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী চাকরিতে ৩০ শতাংশ কোটা বহাল এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বক্তারা বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি আজ ক্ষমতায়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ আমাদের দাবি নিয়ে রাজপথে মানববন্ধন করতে হতো না। আমরা বিশ^াস করি, মাননীয় প্রধানমস্ত্রী আমাদের এ দাবি মেনে নিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর