বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

ঢেলে সাজাতে হবে মাদরাসা সিলেবাস

নিজস্ব প্রতিবেদক

দারুল উলুম দেওবন্দের সিলেবাস রসুল সা.-এর মিশনকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। ফলে এ সিলেবাসের মাধ্যমে যুগে যুগে অসংখ্য যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছে। তবে সময়ের পরিবর্তনে দেওবন্দের সিলেবাসের মূল বিষয়াদি ঠিক রেখে কওমি মাদরাসার শিক্ষা সিলেবাসে সংযোজন ও বিয়োজন করতে হবে। তাই যুগ-চাহিদা অনুযায়ী কওমি মাদরাসার সিলেবাসকে ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আমাদের সিলেবাস অধ্যায়নকারীরা যেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সক্ষমতা অর্জন এবং আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠে। গতকাল রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড আয়োজিত ‘কওমি মাদরাসা শিক্ষা কারিকুলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মাদ নূরুল করীম কাসেমীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর