শিরোনাম
রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চীনের সেরা গবেষক ইবি শিক্ষক তারেক

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তারেক হাসান আল মাহমুদ চীনের সেরা গবেষক হিসেবে ‘বেস্ট রিসার্চ পেপার অ্যান্ড প্রেজেনটেশন অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। তিনি চীনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত সব ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির মধ্যে ‘বেস্ট রিসার্চ পেপার অ্যান্ড প্রেজেনটেশন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রথম পুরস্কার অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল ‘অ্যারে সিগন্যাল প্রসেসিং স্পেশালাইজড অন ডিরেকশন অব অ্যারেভাল ইস্টিমেশন’। কোনো বিদেশি গবেষক হিসেবে তারেক হাসান আল মাহমুদ ‘বেস্ট রিসার্চ পেপার অ্যান্ড প্রেজেনটেশন অ্যাওয়ার্ড’-এ প্রথম স্থান লাভ করলেন।

 

সর্বশেষ খবর