সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হাসপাতালের বাথরুমে নবজাতক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের একটি বাথরুম থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। সদ্য ভূমিষ্ঠ এ শিশুটিকে উদ্ধার করে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে। তবে নবজাতকের মা-বাবা বা কোনো আত্মীয়ের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। হাসপাতালে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার মোসলেহ উদ্দিন জানান, গতকাল সকাল সাড়ে ৬টায় মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের একটি বাথরুমে এক নারী গোসল করতে যান। সেখানে ওই নবজাতককে দেখতে পান। তখন নবজাতকটি কাঁদছিল। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। শিশুটিকে উদ্ধার করে ২১১ নম্বর ওয়ার্ডের এনআইসিইউতে ভর্তি করা হয়।

 ঢামেক হাসপাতালের অনারারি মেডিকেল অফিসার আবু ওবায়দা জানান, নির্দিষ্ট সময়ের আগেই নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে। ফলে শ্বাসকষ্ট, ইনফেকশন ও ভূমিষ্ঠ হওয়ার বয়স না হওয়ায় শিশুটি শঙ্কামুক্ত নয়। তার ওজন ৮০০ গ্রাম। তাকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।

সর্বশেষ খবর