সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বান্দরবানের ঝরনা থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং এর পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলের ঝরনা, ঝিরি ও ছড়া থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এক মাসের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বান্দরবান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মামলার ১০ বিবাদীকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে কী অগ্রগতি হয়েছে তার প্রতিবেদন আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদেশের পাশাপাশি রুলও জারি করেছে আদালত।

রিটে উল্লিখিত স্থানসমূহের পাথর উত্তোলনে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আবদুল হালিম। তিনি জানান, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আদিবাসী ফোরাম, নিজেরা করি, কাপিং ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও স্থানীয় নাগরিক মং সৈপ্রু খাইয়ামসহ সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই রিট আবেদনটি দায়ের করা হয়। ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে বান্দরবানের পাথর উত্তোলন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় পাথর আহরণের যে কোনো অনুমতি নেই, স্বয়ং জেলা প্রশাসকই তা নিশ্চিত করেছেন। কিন্তু অনুমতির তোয়াক্কা না করেই উপজেলা দুটিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার অব্যাহত রয়েছে।’ রিট আবেদনের সঙ্গে এই প্রতিবেদনটি যুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর