সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিএনপি কখনো জামায়াতকে ছাড়তে পারবে না

সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় এমপিরা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে মহাজোটের এমপিরা বলেছেন, বিএনপি কখনো জামায়াতকে ছাড়তে পারবে না। তাদের দর্শনই হলো সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও দেশকে অকার্যকর করা। এ দর্শন থেকে বিএনপি-জামায়াত কোনো দিনই সরে আসতে পারবে না। আর  বিএনপি-জামায়াত জোট সরকার তাদের পাঁচ বছরের শাসনামলে যে নিষ্ঠুরতার দৃষ্টান্ত স্থাপন করে গেছে, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল রাতে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক হুইপ বেগম সাগুফতা ইয়াসমীন এমিলি, সরকারি দলের ইউসুফ আবদুল্লাহ হারুন, হাবিবুর রহমান, মোরশেদ আলম, বিকল্পধারা বাংলাদেশের মাহি বদরুদ্দোজা চৌধুরী প্রমুখ। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপি কখনো জামায়াতকে ছাড়তে পারবে না। জামায়াত নতুন নামে দল করলেও তাদের দর্শন থেকে সরে যাবে না। বিএনপি-জামায়াতের দর্শন হলো সাম্প্রদায়িক, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করা। পুরো দেশকে রেলওয়ার্কের আওতায় আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ট্রেন চলবে। কোথাও না থামলে মাত্র ৫৭ মিনিটে ঢাকা থেকে ট্রেন চট্টগ্রামে পৌঁছবে। এমনভাবে ঢাকা-সিলেট এবং ঢাকা-দিনাজপুরেও দ্রুতগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জাতীয় অর্থনীতিতে রেল একটি বিশেষ অবদান রাখতে পারে এবং আধুনিক রেলব্যবস্থা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

মাহি বদরুদ্দোজা চৌধুরী বিএনপি-জামায়াত জোটের ভয়াল দুঃশাসনের কথা তুলে ধরে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার সম্পূর্ণ মিথ্যাচারের মাধ্যমে অবৈধ, অসাংবিধানিকভাবে      ওই সময়ের রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য করেছিল। বিএনপি-জামায়াতের বিভীষিকাময় শাসন দেশবাসী দেখেছে। আমার ওপর ১৯ বার শারীরিকভাবে হামলা করা হয়েছে। বেগম সাগুফতা ইয়াসমীন এমিলি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। ধ্বংসপ্রাপ্ত দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে স্থাপন করেছেন। এফবিসিসিআইর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে বিএনপির মুখে এখন গণতন্ত্রের কথা শোনা যায়। কৃষিতে ভর্তুকি : সংসদে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, দশ বছরে সরকার কৃষিতে ৬৩ হাজার ২৬৩ কোটি ৪৩ লাখ টাকা ভর্তুকি দিয়েছে। খাস জমি : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশে খাস জমি রয়েছে ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর। গত অর্থ বছরে খাস জমি লিজ/বন্দোবস্ত দিয়ে ২৮৯ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৪৩ দশমিক ২৮ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। সংসদে মহিলা এমপিরা : সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত মহিলা এমপিরা গতকাল সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল সংসদে তাদের স্বাগত জানিয়ে বলেন, আমি সবাইকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি।

 

সর্বশেষ খবর