মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগের দ্বন্দ্বের বলি স্কুলছাত্র

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে খুন হয়েছে ছাত্রলীগ কর্মী শাহেদ আহমদ। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। রবিবার রাতে নগরের আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় হত্যাকাে র এ ঘটনা ঘটে। গতকাল এ ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত শাহেদ আহমদ নগরের চৌকিদেখি এলাকার মৃত আবদুল খালিকের ছেলে। জানা যায়, রবিবার রাত ৮টার দিকে দর্শনদেউড়িতে পূর্ববিরোধের জেরে ছাত্রলীগের কয়েকজন কর্মী সংঘর্ষে জড়ান। এতে ছুরিকাঘাতে অন্তত পাঁচজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় শাহেদকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ওসামা ও লিমন নামের দুজন হাসপাতাল থেকে রবিবার রাতেই পালিয়ে যান। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নেন মামুন ও রাহী নামে ছাত্রলীগের দুই কর্মী। এদিকে, গতকাল হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক  করা হয়েছে। তারা হলেন দর্শনদেউড়ির খসরু আহমদের ছেলে কাওসার আহমদ রাহী ও হাউজিং এস্টেটের তজব আলীর ছেলে মারুফ আহমদ। সিলেট এয়ারপোর্ট থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, হত্যার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর