বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসক নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। গতকাল সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে আজ  সকাল পর্যন্ত। সরজমিনে দেখা যায়, কর্মবিরতির কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতাল চিকিৎসক শূন্য হয়ে পড়েছে। বহির্বিভাগের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনার অন্যান্য সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোও কর্মসূচির কারণে বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর স্বজন মো. আনোয়ার হোসেন জানান, সকাল থেকে ওয়ার্ডে কোনো ডাক্তার আসেনি। হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রোগী নিয়ে বিপাকে পড়েছি।  বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, সড়ক দুর্ঘটনায় খুলনার দুই চিকিৎসক নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে জরুরি রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস চালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর