শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এবার আন্দোলনমুখী ময়মনসিংহ বিএনপি

সৈয়দ নোমান, ময়মনসিংহ

এবার আন্দোলনমুখী ময়মনসিংহ বিএনপি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে শেষ মুহূর্তে মনোনয়ন বাগিয়ে নেন ইঞ্জি. ইকবাল হোসেন। কিন্তু গেল দেড় মাসেও মাঠ পর্যায়ের কোনো নেতার পাশে দাঁড়ানো তো দূরের কথা এলাকায় দেখাও মেলেনি তার। এমন অভিযোগ ওই সংসদীয় আসনের একাধিক নেতা-কর্মীর। শুধু গৌরীপুরই নয় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনে আফজাল এইচ খান, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) খুররম খান চৌধুরীও একই পথে আছেন। অপরদিকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন সৈয়দ মাহবুব মোর্শেদ। তারও দেখা নেই এখন। হাইকমান্ডের সর্বোচ্চ মূল্যায়ন পাবার পরও এলাকায় তাদের না থাকায় ক্ষোভের অনলে পুড়ছে ভোটের আগে মামলা-হামলায় ন্যুব্জ ত্যাগী কর্মীরা। সব মিলিয়ে ময়মনসিংহ বিএনপি’র তৃণমূল থেকে জেলার শীর্ষ নেতৃবৃন্দ এখন হতাশায় নিমজ্জিত। এক সময়ের প্রতাপশালী বিএনপি এখন অনেকটাই ঘরকুণ। সাংগঠনিক কার্যক্রমও স্তিমিত। অন্যদিকে নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হলেও জেলা পর্যায়ে নেই তার কোনো অস্তিত্ব। আর বিএনপির অন্যতম শরিক জামায়াত ইসলামীও চলছে এখন একলা চলো নীতিতে। সব মিলিয়ে বিএনপি এখন অনেকটাই দিশাহারা।

তবে সব ভুলে এখানে ঘুরে দাঁড়াতে চায় দলটি। প্রথমেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরও বেগবান করতে চায়। এরপরই গুরুত্ব পাচ্ছে তৃণমূল এবং জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীদের নামে রাজনৈতিক মামলাগুলো নিষ্পত্তি করা, ফাদার ও অঙ্গসংগঠনগুলোর কমিটি গঠন এবং নতুন করে কর্মী সৃষ্টি করা। আর বিএনপির আন্দোলনকে আরও গতিশীল করতে পেশাজীবী সংগঠনগুলোকেও ধীরে ধীরে দলীয় কর্মকাে  সম্পৃক্ত করা হবে জানিয়েছে বিএনপি। ময়মনসিংহ (দ.) জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানান, ‘খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি গত নির্বাচনে আওয়ামী লীগের ভোট কারচুপির বিরুদ্ধে জনমত তৈরি করে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়াই এখন আমাদের মূল লক্ষ্য।’

ময়মনসিংহ (উ.) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘এখন আমাদের হাতে তৃণমূলকে শক্তিশালী করার প্রচুর সময় আছে। আমরা চাই তৃণমূলে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা হোক। তৃণমূল শক্তিশালী হলে যে কোনো আন্দোলন আলোর মুখ দেখবে।’

সর্বশেষ খবর