শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীকে বদলে দেবে পাওয়ার চায়না

সিটি করপোরেশনের মাস্টারপ্লানে বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীকে বদলে দেবে পাওয়ার চায়না

রাজশাহীর বিভিন্ন খাতে উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান অনুযায়ী এ উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়ন করবে চায়নার বৃহত্তর কোম্পানি পাওয়ার চায়না। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে পাওয়ার চায়না কোম্পানির একটি প্রতিনিধি দলের সভা হয়েছে। গতকাল দুপুরে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, গতকাল দুপুরে পাওয়ার চায়না কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হান কুনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নগর ভবনে আসেন। এরপর তারা সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে সভায় মিলিত হন। সভায় রাজশাহীর উন্নয়নে নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা হয়। মাস্টারপ্ল্যান অনুযায়ী, পদ্মা নদীর ধারে শহররক্ষা বাঁধ নির্মাণ করে সেখানে গড়ে তোলা হবে বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা। এ ছাড়া রাজশাহীতে জেনারেল এবং স্পেশালাইজড হাসপাতাল, হযরত শাহ মখদুম বিমানবন্দর সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও টেকনিক্যাল সুবিধা বাড়ানো, ড্রেনেজব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নগর পরিবহনব্যবস্থার উন্নয়ন করা হবে।

তা ছাড়া গণপরিবহন, রাস্তা, রাস্তার আলোকায়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভার করা হবে। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘যে মাস্টারপ্ল্যান হচ্ছে, তা বাস্তবায়ন হলে পুরো রাজশাহীর ব্যাপক উন্নয়ন হবে। মাস্টারপ্ল্যানের পাশাপাশি আরও অনেক উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়ন হবে। রাজশাহীবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, তাও বাস্তবায়ন হবে। আশা করছি আমরা ভালোভাবে কাজ শুরু করতে পারব।’

সর্বশেষ খবর