শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগের লাগাতার সংঘর্ষ, থমথমে চবি

অভ্যন্তরীণ কোন্দল

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ, উপ-গ্রুপের মধ্যে লাগাতার সংঘর্ষ ঘটেই চলেছে। ২২ ফেব্রুয়ারি এ সংঘর্ষের শুরু। এতে আহত হয়েছেন ৩০ জনের বেশি কর্মী।

জানা গেছে, ২২ ফেব্রুয়ারি এক নেতাকে অপহরণের অভিযোগ নিয়ে রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। পরদিন সকালেও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ১৩ জন ছাত্রলীগ কর্মী আহত হন। ২৭ ফেব্রুয়ারি রাতে ফের সংঘর্ষে লিপ্ত হয় শাখা ছাত্রলীগের দুটি পক্ষ। গতকাল দুপুরেও সংঘর্ষে জড়ায় এ দুই পক্ষ। সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। এরই জেরে ভাঙচুর করা হয় সোহরাওয়ার্দী হলের প্রায় ২৫টি কক্ষ। সংঘর্ষ এড়াতে বর্তমানে ক্যাম্পাসে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘বিজয় গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রমে জড়িত। তাই তাদের বিতাড়িত করা হয়েছে।’ অন্যদিকে সাবেক যুগ্মসম্পাদক তারেকুল ইসলাম বলেন, ‘তারা অস্তিত্ব সংটকে ভুগছে বলেই এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছে।’

সর্বশেষ খবর