শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

কেউ মানে না নিষেধাজ্ঞা

মর্তুজা নুর, রাবি

২০১৪ সালের ৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব ধরনের মিছিল সমাবেশ এবং রাজনৈতিক কর্মকা-ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সে নিষেধাজ্ঞা আর প্রত্যাহার হয়নি। ফলে আজও তা বহাল আছে। তবে এ নিষেধাজ্ঞা ভঙ্গ করে ক্যাম্পাসে প্রতিদিনই চলছে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন ধরনের কর্মসূচি। জানা গেছে, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি এবং সান্ধ্য মাস্টার্স প্রোগ্রামের ধারাবাহিকতা প্রতিহত করার দাবিতে আন্দোলনে নেমেছিল হাজার হাজার শিক্ষার্থী। সেই আন্দোলন প্রতিহত করতে শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশ। হামলায় শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হলে বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। সেই ঘটনার জেরে ৩ মার্চ সিন্ডিকেট মিটিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সমাবেশ এবং রাজনৈতিক কর্মকান্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, নিষেধাজ্ঞা এখনো অব্যাহত থাকলেও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তা উপেক্ষা করছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিভাগের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে ক্যাম্পাসের পরিবেশ এখন অনেক ভালো। সহিংসতা হওয়ার মতো পরিস্থিতি নেই। তাছাড়া সামনে রাকসু নির্বাচন। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত। প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, সম্ভাব্য সহিংসতা এড়ানোর জন্যই সে সময় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ কয়েক বছর ধরে পরিবর্তন হচ্ছে। রাকসু নির্বাচনের বিষয়ে আলোচনা করার সময় আমি কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করব। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য অধ্যাপক এম হাবিবুর রহমান বলেন, আমরা পরবর্তী সিন্ডিকেট বৈঠকে সমাধান নিয়ে আসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর