শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধকালের অজানা ইতিহাস তুলে আনা হবে : মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধকালীন অনেক ইতিহাস এখনো অজানা রয়ে গেছে, এসব ইতিহাস সবার সামনে তুলে আনা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আয়োজিত অনলাইন ভিত্তিক সংগঠন কে- ফোর্সের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের নেত্রী মেহেজাবিন খালেদ বেবির সভাপতিত্বে এতে আওয়ামী লীগ নেতা  এম এ করিম, সাংবাদিক ইকবাল মাহমুদ বাবলু, যুব মহিলা লীগের সহসভাপতি  কোহেলী কুদ্দুস মুক্তি, ওয়ারী থানা আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আমাদের যেমন সফলতা আছে, তেমনি কিছু ব্যর্থতাও আছে। সেটা হচ্ছে, মহান মুক্তিযুদ্ধের নয় মাস সময়ে কার কী ভূমিকা ছিল, কে কে ষড়যন্ত্র করেছে তা তুলে ধরতে পারি নাই। তিনি বলেন, আজকে যদি আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখা যাবে, প্রত্যেকটা যুদ্ধে সেক্টর কমান্ডাররা অংশগ্রহণ করেছিলেন একমাত্র জেড ফোর্সের মেজর জিয়াউর রহমান ছাড়া। তিনি ভারতে বসে থেকে পাকিস্তানের এজেন্ট হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি সেখানে বসে ভুল সিদ্ধান্ত দিয়ে প্রায় একশজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন।

সর্বশেষ খবর