রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পলান সরকারের জানাজায় ঢল মানুষের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পলান সরকারের জানাজায় ঢল মানুষের

বইপ্রেমী পলান সরকারের জানাজায় গতকাল বিপুল সংখ্যক মানুষ অংশ নেন -বাংলাদেশ প্রতিদিন

শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে একুশে পদক পাওয়া আলোর ফেরিওয়ালা পলান সরকারকে শেষ বিদায় জানিয়েছেন হাজার হাজার ভক্ত অনুরাগী ও বই পাঠক। এই বিদায়ে শোকের ছায়া নেমে আসে তাঁর নিজ গ্রাম বাউসায়।

গতকাল সকালে বাউসার পূর্বপাড়ায় তাঁর বাড়িতে একে একে সমাবেত হন পাঠক, বইপ্রেমী ও গ্রামবাসী। পলান সরকারের মরদেহ সকাল সাড়ে নয়টায় নেওয়া হয় তাঁর প্রতিষ্ঠিত বাউসা গ্রামের হারুন আর রশিদ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে। এখানে দূর-দূরান্ত থেকে শিক্ষক-শিক্ষার্থী পাঠকরা তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ সুপার ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানায়। পরে জেলা প্রশাসক আবদুল কাদের, পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ বিশিষ্টজনরা তার স্মৃতিচারণ করেন। জানাজায় অংশ নেন গ্রামের সর্বস্তরের মানুষ। সকাল ১০টায় জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে ৯৮ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান পলান সরকার।

সর্বশেষ খবর