রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগের তিন প্রার্থীর অভিযোগ

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

আওয়ামী লীগ মনোনীত তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এই তিন প্রার্থী হলেন- সদরপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী শায়েদীদ গামাল লিপু, ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ও চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান প্রার্থী কাওসার আলী।

গতকাল বিকালে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ মনোনীত সদরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শায়েদীদ গামাল লিপু। তিনি অভিযোগ করে বলেন, মজিবুর রহমান নিক্সন চৌধুরী আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে জনগণকে উসকানি দিচ্ছেন। তার সমর্থিত প্রার্থীদের ভোট দিতে ভোটারদের প্রলুব্ধ করছেন তিনি। এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তা ছাড়া তিনি গত কয়েক দিন ধরে ফরিদপুর-৪ আসনের তিনটি উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে তার সমর্থিত প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে ভোট চাইছেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের তার প্রার্থীর পক্ষে কাজ করতে চাপ সৃষ্টি করে চলেছেন। এ বিষয়টি নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মহলকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুর উপজেলার আওয়ামী লীগের প্রার্থীরা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।

সর্বশেষ খবর