রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ড্রেনের ওপর তৈরি হয় রোগীর খাবার

হাসপাতালসহ ৯ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ড্রেনের ওপর খাবার তৈরিসহ নানা অভিযোগে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালসহ মোট ৯ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল দুপুরে সংস্থাটির বাজার তদারকি টিম অভিযানে যায় ধানমন্ডি এলাকায়। এ সময় পপুলার হাসপাতালের ওষুধের দোকান ও ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবারসহ বিভিন্ন অভিযোগে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য ৪টি প্রতিষ্ঠানকে আরও ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে অংশ নেওয়া সংস্থাটির কর্মকর্তারা জানান, পপুলার হাসপাতালের রোগীদের জন্য যেখানে বানানো হয় কেক, তার নিচেই বসবাস করে তেলাপোকা। এছাড়া ড্রেনের ওপরেই রোগীদের খাবার তৈরি করা হয়।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, পপুলার হাসপাতালের ক্যান্টিনে আমরা তেলাপোকা পেয়েছি। নোংরা জায়গায় খাবার রেখে দেওয়া হয়। এছাড়া বিদেশি ওষুধের গায়ে আমদানিকারকের স্টিকার পাওয়া যায়নি। জানা যায়, পপুলার মেডিসিন কর্নারের তিন শাখাকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা, পপুলার স্ন্যাকস কর্নারকে ২০ হাজার টাকা, পপুলার ক্যান্টিনকে ৩ লাখ টাকা, ওয়েল ফার্মাকে ৫০ হাজার টাকা, বেঙ্গলি এক্সপ্রেসকে ২০ হাজার টাকা, ইয়াম চা ডিস্ট্রিককে ৫০ হাজার টাকা এবং ডোমিনোজ পিজ্জাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর