সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাবিতে একের পর এক শিক্ষককে হত্যার হুমকি, আতঙ্ক

রাজশাহী বিশ^বিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষকের পর আবারও এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার পরে সর্বহারা পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলীকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। এ নিয়ে গত তিন দিনে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির স্বীকার অধ্যাপক ড. জুলফিকার আলী বলেন, শনিবার সন্ধ্যা ৭টার পরে সর্বহারা পরিচয় দিয়ে স্বপন কুমার নামে একজন ফোন করে। ফোনে অন্য দুই শিক্ষকের মতো আমাকেও হত্যার হুমকি দেয়। আমরা অফিসিয়ালি ও প্রশাসনিকভাবে লিখিত অভিযোগ দেব। থানায় সাধারণ জায়েরি (জিডি) করা হয়েছে। এর আগে গত বৃহষ্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের প্রাধ্য ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলামকে হুমকি দেয়। এছাড়া ২০১৫ সালে একইভাবে ড. আমিনুল ইসলামকে হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। তাছাড়া দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহতাসিম বিল্লাহকেও ওই দিন সন্ধ্যায় ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

সর্বশেষ খবর