সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কারওয়ান বাজারে বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

কারওয়ান বাজারে বস্তিতে ভয়াবহ আগুন

কারওয়ান বাজার বস্তিতে গতকাল আগুন লাগে -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর কারওয়ান বাজারে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের মধ্যেই রেললাইনের পাশের একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তিনটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল থেকেই কারওয়ান বাজার রেললাইনের পাশের বস্তিতে উচ্ছেদ অভিযান চলছিল। এর মধ্যে বস্তির আবর্জনার স্তূপে হঠাৎ আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে। আগুনে একটি ঘর পুড়ে গেছে। বিড়ি-সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বস্তি জ্বালাই দিছে। আগুন লাগাইয়া দিছে। আমাদের অনেকগুলো ঘর পুইড়া গেছে। তবে প্রত্যক্ষদর্শী রবিউল ও বাছেত জানান, আগুন লাগার জায়গায় তারা ময়লা পোড়াতে দেখেছেন। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে, গতকাল বিকালে ফার্মগেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাইভেটকারের আংশিক পুড়ে গেছে। স্টার্ট দেওয়ার সময় স্পার্ক থেকে আগুন লাগে।

সর্বশেষ খবর