সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিমান ছিনতাইয়ের প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় বিস্তারিত জানতে মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ প্রতিবেদন দিতে বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল  মোকতাদির চৌধুরী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও  শেখ তন্ময় বৈঠকে অংশ নেন। কমিটি থেকে বাংলাদেশ বিমানকে আধুনিক করা, নতুন বিমান কেনা এবং ভবিষ্যতে বিমানকে একটি সুন্দর যাত্রীবান্ধব হিসেবে গড়ে  তোলার সুপারিশ করা হয়। এ ছাড়া হযরত খান জাহান আলী বিমান বন্দরের কাজ জরুরিভিত্তিতে করার জন্য সুপারিশ করা হয়।

সর্বশেষ খবর