সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
এমপিওভুক্তির দাবি

বেসরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এমপিওভুক্তির দাবি জানিয়েছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবিতে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো নীতিমালা ২০১৮-তে আমাদের অন্তর্ভুক্ত না করায় বিপুল সংখ্যক শিক্ষক এমপিওবঞ্চিত হয়েছেন। ফলে অনেক শিক্ষক এমপিওভুক্তি ছাড়াই অবসরে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমপিওভুক্তি না করে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর নতুন নতুন কলেজে অনার্স-মাস্টার্স কোর্স অনুমোদন দিচ্ছে।

ফলে এসব কলেজে যোগদান করে মেধাবী শিক্ষকরা বেকার হয়ে যাচ্ছেন।

শিক্ষকরা দ্রুত এমপিওভুক্তির জন্য সরকারের কাছে দাবি জানান। আয়োজক সংগঠনের সভাপতি নেকবর হোসাইন, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুকোমল সেনসহ অন্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর