মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

৯ দফা দাবিতে রাজপথে পাটকল শ্রমিকরা

৭ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বকেয়া মজুরি, মজুরি কমিশন, গ্রাচ্যুইটি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। কর্মসূচির প্রথম দিনে গতকাল খুলনার শিল্পাঞ্চল, খালিশপুর বিআইডিসি রোড ও খুলনা-যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিলে বের করেন শ্রমিকরা। এ কর্মসূচিতে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম ও ইস্টার্ন মিলের শ্রমিকরা অংশ নেন। মিছিলের পর সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকন, কাওসার আলী মৃধা, মো. মুরাদ হোসেন, মো. সোহরাব হোসেন, হেমায়েত উদ্দিন আজাদী, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ প্রমুখ। এর আগে ৯ দফা দাবিতে সাতদিনের আন্দোলন কর্মসূচির ডাক দেন রাষ্টায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ও শ্রমিক লীগের নেতারা। কর্মসূচি অনুযায়ী আগামী ৮ মার্চ পাটকলে শ্রমিক সমাবেশ, ১০ মার্চ লাল পতাকা মিছিল, ১২ মার্চ ধর্মঘট পালন, ১৯ মার্চ থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

 

সর্বশেষ খবর