মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নারায়ণগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পুলিশের এক কর্মকর্তার বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। এক মাসের মধ্যে ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) নাজিম উদ্দিন আজাদের  বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলার আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামানকে জামিন না দিয়ে হাই কোর্ট এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আসামি আসাদুজ্জামানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী। মামলা সূত্রে জানা গেছে, গত বছর ৭ মার্চ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামান ও মোহাম্মদ সরওয়ার্দীসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা বলেছেন, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশেই তারা টাকা ও ইয়াবা রেখেছেন। ওই মামলার আসামি আসাদুজ্জামানের জামিন আবেদনের ওপর শুনানিকালে আদালত মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেন। গত ২৫ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার হাজির হওয়ার কথা ছিল। সিআইডির তদন্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ আদালতে হাজির হয়ে জানান, মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) নাজিম উদ্দিন আজাদকে। এরপর আদালত তাকে (অতিরিক্ত পুলিশ সুপার) তলব করলে তিনি গতকাল হাই কোর্টে হাজির হন। আদালত মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তার কাছে জানতে চান। তার জবাবের পরিপ্রেক্ষিতে আদালত তাকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য এক মাস সময় বেঁধে দেন। একই সঙ্গে ওসি কামরুল ইসলামকে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রত্যাহারের নির্দেশ দেন।

সর্বশেষ খবর