মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
সোনা চোরাচালান

চার আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সোনা চোরাচালানের অভিযোগে গ্রেফতার হওয়া চার জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল তাদের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হলেও আদালত চার জনের রিমান্ড মঞ্জুর করে। জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন বড়–য়া বলেন, মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে ৬০০ পিস সোনার বার উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া করিম খান কালু ও মোহাম্মদ রাকিবের ১০ দিনের রিমান্ড আবেদন করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ কায়সারের আদালত শুনানি  শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।’ এর আগে গত রবিবার জোরারগঞ্জ থানার সোনাপাড়া এলাকা থেকে ৬০০ পিস সোনার বারসহ কালু ও রাকিকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ বলেন, সিআরবি থেকে ১০০ পিস সোনার বার উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামি লাভু শাহা প্রকাশ প্রলয় কুমার শাহা ও বিলাল হোসেন প্রকাশ কাদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করে। গত রবিবার সিআরবি এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে পাচারের সময় ১০০ পিস স্বর্ণের বারসহ লাভু শাহা প্রকাশ প্রলয় কুমার শাহা ও বিলাল হোসেন প্রকাশ কাদেরকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর