মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মিরপুরে শপিং সেন্টার ও আশুলিয়ায় সুতার গোডাউনে আগুন

প্রতিদিন ডেস্ক

রাজধানীর মিরপুর শপিং সেন্টার ও আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার সুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বিকালে শপিং সেন্টার ও সন্ধ্যায় সুতার গোডাউনে আগুন লাগে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। বিকাল ৪টার দিকে মিরপুর-২ নম্বরে মিরপুর শপিং সেন্টারে আগুনের সূত্রপাত হয়। পরে ফয়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুম থেকে জানা গেছে, আগুনে কেউ হতাহত হননি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। মিরপুর মডেল থানার এসআই দেবদাস জানান, থানার পাশেই থাকা শপিং সেন্টারের বেজমেন্টের বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়।  এ ছাড়া সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার করিম সুপার মার্কেটের আনজীর অ্যাপারেলস সোয়েটার কারখানার সুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পাঁচতলা সোয়েটার কারখানার নিচতলায় সুতার গোডাউনে আগুন লাগে। পরে সাভার, আশুলিয়ার ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নামে। প্রচন্ড ধোঁয়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের অনেক সমস্যা হয়। সন্ধ্যায় পাওয়া খবর  অনুযায়ী, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ১০ জন আহত হন। জানা গেছে, ওই কারখানাটির নিচতলায় কয়েকটি কেমিক্যালের দোকান রয়েছে। এ ছাড়া ওই ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ ভবনেই গার্মেন্টস কারখানা চালু রেখেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর