মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সিটি নির্বাচনে ৫-১০ শতাংশের বেশি ভোট পড়েনি

সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে ৫ থেকে ১০ শতাংশের বেশি প্রকৃত ভোটার ভোট দেননি বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম। তিনি বলেন, ৫ থেকে ১০ শতাংশের বেশি প্রকৃত ভোটার ভোট দিতে আসেননি। সেখানে ৩১ শতাংশের বেশি ভোট দেখানো হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। স্বতন্ত্র মেয়রপ্রার্থী দাবি করেন, প্রতিটি ভোটারের ব্যালট পরীক্ষা করলে জালিয়াতির প্রমাণ মিলবে। ব্যালটে দেখা যাবে কারও আঙ্গুলের ছাপের সঙ্গে টিপ সইয়ের মিল নেই, আবার কারও স্বাক্ষরের মিল নেই। কেউ কেউ হলফ করে এও বলবেন- আমি তো ভোটই দেইনি। আমরা আদালতে গেলে সব জালিয়াতি প্রমাণ হবে। তিনি অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে, এবারও তেমনটাই হয়েছে।

আমার অনেক ভোটার কেন্দ্রে গেলে তাদের ভয়-ভীতি দেখিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। মানুষের আস্থা চলে গেছে। এরপরেও নির্বাচন প্রথাকে বাঁচিয়ে রাখতে নির্বাচনে অংশ নিয়েছিলাম।

সর্বশেষ খবর